উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ২৫জন করে ৫০ জন দুঃস্থ ও দরিদ্র নারীদের দুটি ট্রেডে সেলাই ও বিউটিফিকেশন কাজে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং ওই মহিলাদের প্রতিদিন ২০০/- করে ৬০ কার্যদিবসে মোট ১২০০০/- টাকা ভাতা প্রদান করা হয়(উপস্থিতি অনুযায়ী) এবং এই কোর্সটি সমাপ্ত হওয়ার পর প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এই কোর্সটি ৩মাসের হয়ে থাকে এবং প্রতি তিন মাস পরপর নতুন প্রশিক্ষণার্থী অন্তর্ভূক্ত করা হয়। এই প্রশিক্ষণ কোর্সে অন্তর্ভূক্ত হতে চাইলে http://iga.dwa.gov.bd/ এই লিংক থেকে অনলাইন আবেদন করতে হবে এবং আবেদনের কপি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়ে যেতে হবে। জমাকৃত আবেদন সমূহ উপজেলা যাচাই-বাচাই কমিটির মাধ্যমে নির্বাচন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস